ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আগামীর কৌশল আন্দোলন : গয়েশ্বর

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগামীর কৌশল আন্দোলন : গয়েশ্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনই হবে বিএনপির একমাত্র কৌশল বলে জানিয়েছেন দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপি নির্বাচনে যাবে কি না-সেই বিষয়ে খালেদা জিয়াই সিদ্ধান্ত নেবেন বলেও জানান দলটির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। ‘খালেদা জিয়ার মুক্তি ও ইলিয়াস আলীর সন্ধান’ দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে ‘এম ইলিয়াস আলী মুক্তি পরিষদ’।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়েছে কিন্তু জনগণের আদালতে খালেদা জিয়া নির্দোষ। অতএব তার মুক্তির আন্দোলনের জন্য জনগণ প্রস্তুত।’

‘আগামীতে কৌশল হবে একটাই, তা হল আন্দোলনে মাঠে নামা। আন্দোলন বাদ দিয়ে যদি আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাই তাহলে জনগণ আমাদেরকে বেঈমান বলবে। বিএনপি আগামী নির্বাচনে যাবে কি যাবে না, সেই সিদ্ধান্ত খালেদা জিয়াই দেবেন’, বলেন তিনি।

তিনি বলেন, ‘আন্দোলন করে সরকারের পতন ঘটাতে না পারলে সরকার আমাদের নেত্রী খালেদা জিয়াকে জীবিত মুক্তি দেবে না। জেলগেটে তার লাশ ফেরত নিতে আমাদের অপেক্ষা করতে হবে।’

বিএনপি প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাবে না জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনেই যদি নির্বাচন যেতে হয় তাহলে ২০১৪ সালে কেন গেলাম না? কেন এতো নির্যাতন, খুন, গুমের শিকার হলাম?’

‘আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই। হাসিনা মার্কা বা খালেদা মার্কা সরকারের অধীনে নির্বাচন নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকার দিলে বিএনপি চিন্তা করতে পারে নির্বাচনে যাবে কি যাবে না।’

বিএনপি নেতাদের ঐক্যের প্রসঙ্গ তুলে গয়েশ্বর বলেন, ‘আমাদের ঐক্যের বিকল্প নেই। তবে সেই ঐক্য যেন মান্নান ভূঁইয়ার মতো খালেদা জিয়াকে মাইনাস করার ঐক্য না হয়। সেই ঐক্য যদি খালেদা জিয়ার বিপক্ষে যায় তাহলে যাদের কোনো পদ-পদবি নাই তাদের হাতে মার খাওয়ার জন্য প্রস্তুত হও।’

প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ