ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তির আগে আলোচনা নয় : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা জিয়ার মুক্তির আগে আলোচনা নয় : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়ার কারামুক্তির আগে নির্বাচন নিয়ে বিএনপির কোনো কথা বা আলোচনা নেই বলে জানিয়েছেন দলটির অন‌্যতম নীতিনির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘যেখানে গণতন্ত্রের মাতাকে জেলে রাখা হয়েছে, সেখানে নির্বাচন নিয়ে কোনো কথা থাকতে পারে না।’

‘বেগম খালেদা জিয়া যেদিন মুক্তি পাবে, দেশের গণতন্ত্র সেদিন মুক্তি পাবে। বেগম খালেদা জিয়ার মুক্তির পর নির্বাচন নিয়ে আলোচনা করবে বিএনপি’, বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস‌্য।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি কোনো প্রকার নির্বাচনের আলোচনায় যাবে না। তার মুক্তির সংগ্রাম বিএনপির একমাত্র সংগ্রাম। শুধু আইনের প্রতি সম্মান দেখাতেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপি আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।’

বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া ও ছাত্রদ‌লের সভাপ‌তি রা‌জিব আহসানসহ নেতাকর্মীদের মু‌ক্তির দা‌বি‌তে জাতীয় প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা হয়।

তারেক রহমানকে লন্ডন থেকে ফেরানোর আলোচনা চলছে বলে প্রধামন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব‌্যের প্রসঙ্গ তুলে আমির খসরু বলেন, ‘কারো কথায় লন্ডন থেকে তারেক রহমানকে ফিরিয়ে আনা সম্ভব নয়। দেশে যেদিন গণতন্ত্র ফিরে আসবে তারেক রহমানও সেদিন বীরদর্পে বাংলাদেশে ফিরে আসবেন। গণতন্ত্র ফিরিয়েই দেশে ফিরবেন তিনি।’

সরকারকে সতর্ক করে দিয়ে বিএনপির এই নেতা ব‌লেন, ‘ক্ষমতায় যাওয়ার নীলনকশার নির্বাচন জনগণ আর মেনে নেবে না। জনগণের বাঁধভাঙা জলোচ্ছ্বাস পর্যায়ক্রমে বাড়তেই থাকবে।’

আ‌য়োজক সংগঠ‌নের আহ্বায়ক না‌হিদুল ইসলাম না‌হি‌দের সভাপ‌তি‌ত্বে সভায় আরো বক্তব্য রা‌খেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শ্যামা ওবা‌য়েদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়