ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছাত্রসংসদ নির্বাচনের দাবি ছাত্রসমাজের

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রসংসদ নির্বাচনের দাবি ছাত্রসমাজের

জ্যেষ্ঠ প্রতিবেদক : সংগঠনের বিভিন্ন ইউনিটের সঙ্গে জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথসভা বুধবার বিকেলে রাজধানী কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রসমাজের সভাপতি সৈয়দ মো. ইফতেখার আহসান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় যৌথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির ছাত্রবিষয়ক সমন্বয়কারী শাহ-ই-আজম। তিনি ডাকসুসহ সকল শিক্ষাঙ্গনে ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানান।

শাহ-ই-আজম বলেন, ছাত্রসংসদ নেই বলে মেধাবী নেতৃত্ব বের হচ্ছে না। নেতৃত্ব সঙ্কট দূর করত হলে অবিলম্বে ডাকসুসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবমুক্ত ছাত্রসংসদ নির্বাচন দিতে হবে।

তিনি আরো বলেন, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্রদের কাজ হলো পড়াশোনা করে নিজের ভবিষ্যত গড়ে তোলা, শিক্ষাঙ্গনের পরিবেশ সুন্দর রাখা, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপকর্মে প্রতিরোধ গড়ে তোলা, নীতি-নৈতিকতার বলে বলীয়ান হওয়া। তাহলে দেশ ও জাতি আগামীর মেধাবী নেতৃত্ব পাবে।’

যৌথসভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির ছাত্রবিষয়ক সম্পাদক মো. নোমান মিয়া।

বক্তব্য রাখেন ছাত্র সমাজের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহ-সভাপতি মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুর রহমান রোহান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. জামাল উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বস্তু, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খান জুয়েল, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহ ইমরান রিপন, ঢাকা উত্তরের সভাপতি ইয়াছিন মিজবাহ, ঢাবি সদস্য সচিব নকিবুল হাসান নিলয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বায়ক এরশাদুল বারী নাছিম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অর্ণব, ঢাকা উত্তরের যুগ্ম সম্পাদক আল আমিন প্রমুখ।

যৌথসভায় বিভিন্ন জেলায় অসমাপ্ত সম্মেলন সম্পন্ন করাসহ বিভিন্ন গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়