ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

খুলনায় ইসির পক্ষপা‌তে নীরব কারচু‌পি হ‌য়ে‌ছে : মওদুদ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১৮ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় ইসির পক্ষপা‌তে নীরব কারচু‌পি হ‌য়ে‌ছে : মওদুদ

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : খুলনা সি‌টি ক‌রপো‌রেশন নির্বাচ‌নে নির্বাচন ক‌মিশ‌নের (ই‌সি) পক্ষপাতে নীরব কারচু‌পি হ‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক‌রে‌ছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ব্যা‌রিস্টার মওদুদ আহমদ‌।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘খুলনা নির্বাচনে নীরব কারচুপি হয়েছে। সুতরাং এখন আমাদের দুটি বিষয় চিন্তা করতে হবে, প্রথমত আগামী সিটি করপোরেশন নির্বাচনগুলোতে বিএনপির আর অংশগ্রহণ করবে কিনা? বিষয়টি আমাদের নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে। দ্বিতীয়ত, খুলনা সিটি নির্বাচনে প্রমাণিত হয়েছে যে, বর্তমান ইসি অদক্ষ, অযোগ্য, পক্ষপাতদুষ্ট, দলবাজ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে আমরা মনে করি না। সুতরাং বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এছাড়া এই ইসির অধীনে আমরা আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করব কি করব না, এটাও চিন্তা করতে হবে’, ব‌লেন বিএন‌পির এই  নী‌তিনির্ধারক।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবি’ শীর্ষক এই সভার আয়োজন ক‌রে 'ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী যুব ফোরাম'।

খালেদা জিয়ার মুক্তি সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে দাবি করে মওদুদ আহমদ বলেন, ‘বেগম জিয়ার মুক্তি হবে কী হবে না, এটা এখন সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। কারণ বিচারকদের সরকার যা বলবে, তারা তাই করবেন।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘উচ্চতর আদালত তাকে (খালেদা জিয়া) জামিন দিয়েছে, তাকে আমরা মুক্ত করতে পারছি না। কেন? কারণ সরকারের অপকৌশল, ষড়যন্ত্র ও দুরভিসন্ধি পরিকল্পনা রয়েছে, বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করা, তাকে নির্মূল করা এবং যত পারো মামলা দাও। আগে ছিল ৬টা মামলা, গতকাল আরো ২ মামলা দেওয়া হয়েছে। এ মামলাগুলোতে জামিন বহাল রেখে তাকে আমরা মুক্ত করতে পারব না। কারণ তারা (সরকার) চেষ্টা করবে, এ মামলাগুলোতে আরো লম্বা লম্বা তারিখ দেওয়ার।’

শুধু আইনি লড়াইয়ে খা‌লেদা জিয়াকে মুক্ত করে আনতে সুবিধাজনক হবে না জা‌নি‌য়ে নেতাকর্মী‌দের উদ্দেশে তি‌নি ব‌লেন, 'সেই জন্য রাজপথের কোনো বিকল্প নাই। আর আমাদের ধীরে-ধীরে কঠোর কর্মসূচির কথা চিন্তা করতে হবে। কারণ বেগম জিয়ার মুক্তি ও আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা- সেটা নির্ভর করবে রাজপথের আন্দোলনে। তাই ঈদের পরে আমাদের নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদারের সভাপ‌তি‌ত্বে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৮/‌রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়