ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উনের সঙ্গে বৈঠক সফল করতে ট্রাম্পের প্রত্যয়

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উনের সঙ্গে বৈঠক সফল করতে ট্রাম্পের প্রত্যয়

আন্তর্জাতিক ডেস্ক : আগামী মাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক সফল করার ব্যাপারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে। রোববার প্রায় ২০ মিনিট টেলিফোন আলাপে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।

সম্প্রতি ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা বোল্টন জানিয়েছিলেন, উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ন বন্ধ করতে হবে এবং তাদেরকে পারমাণবিক অস্ত্র হস্তান্তর করতে হবে। নইলে তাদেরকে ‘লিবিয়া মডেল’ গ্রহণ করতে হবে। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া ট্রাম্পের সঙ্গে সম্মেলন বাতিলের হুমকি দিয়েছে। এমনকি গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে নির্ধারিত মন্ত্রী পর্যায়ের বৈঠকও বাতিল করেছে দেশটি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, ট্রাম্প আলাপকালে সম্প্রতি উত্তর কোরিয়ার হুমকির বিষয়ে কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ ১২ জুন নির্ধারিত উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্মেলন সফল করতে দুই নেতা ঘনিষ্ঠ ও অটলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।’

আগামী মঙ্গলবার ওয়াশিংটনে মুন ও ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। উনের সঙ্গে বৈঠকের আগে তাদের এ বৈঠক হওয়ার কথা।




রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়