ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘বন্ধুত্বের এত দহরম-মহরম, তবু এক বালতি পানিও আসেনি’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বন্ধুত্বের এত দহরম-মহরম, তবু এক বালতি পানিও আসেনি’

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : ভারতের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ পরও তিস্তা চুক্তি না হওয়ার কঠোর সমালোচনা করেছে বিএনপি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটির জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিগত আটটি বছর ধরে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে আসছে যে, তারা ভারতের সঙ্গে তিস্তা চুক্তি করতে যাচ্ছে। বন্ধুত্বের এত দহরম-মহরম অথচ শেখ হাসিনা ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি আট বছরে।’

‘বছর যায় বছর আসে আর বাংলাদেশ অবৈধ সরকার শুধু একতরফাভাবে ভারতকে সবকিছু দিয়েই যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের ন্যায্য পানির হিস্যা বুঝে পাচ্ছে না’, বলেন তিনি।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘সেখানে তিনি একটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিবেন ও ডি-লিট ডিগ্রি গ্রহণ করবেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়েও আলোচনা হতে পারে বলে গণমাধ্যমে খবর এসেছে। কিন্তু শেখ হাসিনার এবারের সফরেও বাংলাদেশের মানুষের বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তির বিষয়ে কোনো এজেন্ডা নেই।’

তিনি বলেন, ‘বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বহুল প্রত্যাশিত তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে অগ্রগতির কোনো তথ্য জানাতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।’

সরকার ক্ষমতায় টিকে থাকতে ‘সার্বভৌমত্বকে ক্ষয়িষ্ণু করে’ ভারতকে সব কিছু উজাড় করে দিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

জগন্নাথ বিশ্বদ্যিালয়ের ছাত্রদলের প্রাক্তন সভাপতি ফয়সাল আহমেদ সজলকে গত দুদিন ধরে খুঁজে পাওয়া পাচ্ছে না জানিয়ে রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গেছে বলে তার সহকর্মীরা আশঙ্কা করছে। আমাদেরও বিশ্বাস এভাবে তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি রয়েছে আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনীর। সে পুরনো কায়দায় বিরোধী দল নিধনের হাতিয়ার হিসেবে তাকে তুলে নেওয়া হয়েছে। কারণ সে বর্তমান ভোটারবিহীন সরকারবিরোধী আন্দোলনের একজন তরুণ নেতা।’

সজল নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে তিনি বলেন, ‘প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তার খোঁজ পাওয়া না যাওয়ায় তার পরিবার, সহকর্মীসহ আমরা চরম উৎকণ্ঠিত। এটি যেন সেই ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুসহ দেশব্যাপী অসংখ্য গুমেরই নতুন চিত্র।’

মাদক নির্মূলে বিচারবহির্ভূত হত‌্যকাণ্ডের সমালোচনা করে বিএনপির অবস্থার ব‌্যাখ‌্যা করেন দলটির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

‘আমরাও চাই দেশ থেকে মাদক নির্মূল হোক, মাদকের সাথে যুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি হোক কিন্তু বিচারবহির্ভূতভাবে নির্বিচারে মানুষ হত্যা নয়। কিন্তু প্রকৃত মাদক ব্যবসায়ীদের ধরা হচ্ছে না।

গতকালও সরকারের শরিক ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেছেন, মাদক সম্রাটরা সংসদেই আছে তাদের ধরে বিচার করুন। গণমাধ্যমেও মাদকের গডফাদারদের তালিকা প্রকাশ হচ্ছে। কিন্তু তাদের ধরা হচ্ছে না। মানুষ হত্যা করে কোনো দিন মাদক নির্মূল সম্ভব নয়। এর পেছনে সরকারের অসৎ উদ্দেশ্য আছে।’

সরকার দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো আরেকটি নির্বাচন করতে চাইছে দাবি করে রিজভী বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও আসন্ন নির্বাচনের পরিবেশ অনিশ্চিত করে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্যই বাংলাদেশের জনপদের পর জনপদ রক্তাক্ত করা হচ্ছে। সজলকে গুম করা সরকারের একটি সিগন্যাল। এ ঘটনায় সামনে এক ভয়ঙ্কর নৈরাজ্যের আভাসই ফুটে উঠেছে।’

তিনি দ্রুত সজলের সন্ধান দাবি করে তাকে জনসম্মুখে উপস্থিত করার দাবি জানান।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়