ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস, জঙ্গিবাদ ও  সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান অ্যাসোসিয়েশন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তারা এ আহ্বান জানান। বানিয়ারচর ও বনপাড়া হত্যাকাণ্ড স্বরণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় আরো কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জনগণকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ভারত, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশে খ্রীষ্টানদের ওপর অত্যাচার ও নির্যাতন বন্ধের দাবি জানান তারা।

বক্তারা জানান, ২০০১ সালে বানিয়ারচরে ক্যাথলিক চার্চে বোমা হামলা মামলার চার্জশিট এখনো দেওয়া হয়নি। এই মামলায় অবিলম্বে চার্জশিট দাখিল করে বিচার দ্রুত শেষ করার দাবি জানান।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।

বাংলাদেশ খ্রীষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এর সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।




রাইজিংবিডি/ঢাকা/২ জুন ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়