ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রেকর্ডের অপেক্ষায়…

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেকর্ডের অপেক্ষায়…

ক্রীড়া ডেস্ক: প্রথমবারের মতো আফগানিস্তানের আতিথেয়তা নিচ্ছে বাংলাদেশ।

তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ভারতের দেরাদুনে রোববার প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ম্যাচ হবে ৫ ও ৭ জুন।

দুই দলের তিন ম্যাচ সিরিজে বেশ কিছু রেকর্ডের হাতছানি দিচ্ছে।  এর মধ্যে সবথেকে বড় রেকর্ডের অপেক্ষায় বাংলাদেশের সাকিব আল হাসান। মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবল ছোঁয়ার অপেক্ষায় সাকিব আল হাসান।

বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের রান ১০ হাজার ৭৪ এবং উইকেট ৪৯৮টি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুটি উইকেট পেলেই ১০ হাজার রান ও ৫০০ উইকেট নেওয়ার অভিজাত ক্লাবে ঢুকে যাবেন সাকিব। পাশাপাশি সবচেয়ে দ্রুততম এই ডাবল ছোঁয়ার রেকর্ডও গড়বেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ৪২০ ম্যাচে এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি ৪৭৭ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবল ছুঁয়েছিলেন। সাকিব ম্যাচ খেলেছেন মাত্র ২৯৯টি। একই সাথে তিনশতম আন্তর্জাতিক ম্যাচ খেলার হাতছানি দিচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

আফগানিস্তানের রশিদ খান টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড গড়ার অপেক্ষায়। রোববার বাংলাদেশের বিপক্ষে এক উইকেট পেলে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন। সময়ের বিবেচনায় (২ বছর ২২০ দিন) দ্রুততম ৫০ উইকেট পাওয়ার কীর্তি গড়বেন এ লেগ স্পিনার। এছাড়া ম্যাচ বিবেচনায় হবেন দ্বিতীয় দ্রুততম।

আফগানিস্তানের মোহাম্মদ নবীর টি-টোয়েন্টির এলিট ক্লাবে ঢুকতে করতে হবে ৩৯ রান। পঞ্চম অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ এর বেশি উইকেট এবং ১০০০ রানের রেকর্ড গড়ার অপেক্ষায় ডানহাতি এ অলাউন্ডার। এলিট এ ক্লাবে আছেন শহীদ আফ্রিদি, সাকিব আল হাসান, থিসারা পেরেরা ও ডোয়াইন ব্রাভো।

ভারতের দেরাদুনের রাজীব গান্ধি স্টেডিয়ামে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে এর যাত্রা শুরু হতে যাচ্ছে।  ভারতের ২১তম আন্তর্জাতিক ভেন্যু হবে এটি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুন ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়