ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘দেশ এগিয়ে চলছে, বাজেট তারই ধারাবাহিকতা বজায় রাখবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশ এগিয়ে চলছে, বাজেট তারই ধারাবাহিকতা বজায় রাখবে’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, উন্নয়নের যে বিশ্বয়কর অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে চলছে, এই বাজেট তারই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি মনে করি।

বৃহস্পতিবার অর্থবছরের ২০১৮-১৯ বাজেট উপস্থাপনের পর সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু আরো বলেন, কৃষি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, পানি সম্পদের উন্নয়ন, প্রবৃদ্ধি, বিনিয়োগ, শিল্পায়ন, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স আয়, বৈষম্য রোধ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা-প্রভৃতি খাতে যে প্রভূত অগ্রগতি সাধিত হয়েছে গত কয়েক বছরে। এবারের বাজেটে সেই অগ্রগতিকে আরো তরান্বিত করবে। 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৮/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়