ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার দাবি

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার দাবি

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকদের তিনটি সংগঠন।

বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যৌথভাবে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান নেতারা।

মানববন্ধনে বক্তারা ব‌লেন, গার্মেন্টস শিল্প অর্থনীতিকে সমৃদ্ধ করছে। আর এ খাতের শ্রমিকদের মজুরি দারিদ্র্য সীমার নিচে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তা ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই দেশের আর্থসামাজিক অবস্থা বিচার করে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করা দরকার। আর গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি শ্রমিকদের ন্যায্য দাবি। আশা করছি, অতি দ্রুত আমাদের এ সমস্যার সমাধান হবে।

মানববন্ধনে বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৮/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়