ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভল্টে চুরির বিচার চায় বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভল্টে চুরির বিচার চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে সোনা চুরির ঘটনার বিচার চেয়েছে বিএনপি। ভল্টে চুরি ও অতীতের রিজার্ভ চুরির ঘটনার বিচার না হলে ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে দলটি।

মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘আজকে একটি বহুল প্রচারিত পত্রিকায় খবর আছে, বাংলাদেশ ব্যাংকের ভল্টে ভুতুড়ে কাণ্ড। ৯৬৩ কেজি সোনা ভল্টে জমা ছিল। ছিল সোনার চাকতি, হয়ে গেছে মিশ্র ধাতু। ২২ ক্যারেট সোনা হয়ে গেছে ১৮ ক্যারেট সোনা। বাংলাদেশ ব্যাংকে এর আগে রির্জাভ চুরি হলো আবার ব্যাংকের ভল্টে এই ধরনের ঘটনা- এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এগুলো কিসের আলামত? এগুলো হচ্ছে স্বৈরাচারী সরকারের আলামত। তারা দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্যে যেখানে যা করা দরকার তা করছে।’

রিজার্ভ চুরির প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়ার পরে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই ভল্টের কারসাজির পর আবার যদি একইভাবে ধামাচাপা দেওয়া হয় তাহলে জনগণের কাছে একদিন তাদের সকলকে জবাবদিহি হতে হবে।’

‘বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা এবং সরকারের নীলনকশা’ শিরোনামে মতবিনিময় সভার আয়োজন করে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন।

সরকার খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া নির্বাচন করার নকশা আটছে অভিযোগ করে মোশাররফ হোসেন বলেন, ‘জাতীয় ঐক্য সৃষ্টি করে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে এমন আন্দোলন সৃষ্টি করা হবে যার মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হবে এবং একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে ও সংসদ ভেঙে দিয়ে একটি নির্বাচন হবে।’

বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা মেহেদি হাসান পলাশের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা সোয়াইব আহমেদ, বিএনপির আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৮/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়