ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খালেদা জিয়াকে নিয়ে সরকার দুরভিসন্ধিতে লিপ্ত : রিজভী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা জিয়াকে নিয়ে সরকার দুরভিসন্ধিতে লিপ্ত : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের অবস্থানকে ‘দুরভিসন্ধিমুলক’ বলছে বিএনপি।

বিএনপি নেত্রীর চিকিৎসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘সরকার বিএনপি চেয়ারপারসনকে নিয়ে দুরভিসন্ধিমূলক এক গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। লোক মুখে যে কথা প্রচারিত তাই সত্য হচ্ছে, রাজনীতি থেকে বেগম খালেদা জিয়াকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্যই তাঁর জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।’

‘খালেদা জিয়ার স্বাস্থ্যকে চরম অবনতির দিকে ঠেলে দিতেই সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী এক নোংরা খেলায় মেতে উঠেছে। তাকে (খালেদা জিয়া) চিকিৎসা না দিয়ে তিলে তিলে শেষ করে দেওয়াই যে সরকারের উদ্দেশ্য তা আবারও সুষ্পস্ট হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে,’ বলেন বিএনপির এই নেতা।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম নিয়ে মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিদিন বিচার বহির্ভুত হত্যার হিড়িক চলছে। গুম করা হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে। দু:সময়ের আতঙ্কজনক কালো রাত সৃষ্টি করে এই সরকার সারাদেশকে নরমুণ্ডের পাহাড় বানাতে চাচ্ছে।’

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীনরা ‘সন্ত্রাসী কার্যকলাপ’ করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘রাজশাহীতে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ককটেল হামলা নির্বাচনী নতুন মডেলের আরেকটি প্রাথমিক পদক্ষেপ। আতঙ্কজনক পরিবেশ তৈরি করে ভোটারবিহীন নির্বাচন করতেই এই হামলা। ভোটার’রা জানেন না, আওয়ামী লীগ সামনের দিনগুলোতে আরও কী পরিস্থিতি তৈরি করে।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৮/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়