ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নির্বাচনে জয়ের জন্য বিএনপি একাই যথেষ্ট : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনে জয়ের জন্য বিএনপি একাই যথেষ্ট : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থন না থাকলেও এককভাবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, বিএনপির জেতার জন্য কারোর ওপর নির্ভর করতে হয় না। বিএনপি একাই জেতার জন্য স্বয়ংসম্পূর্ণ।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াতকে ছাড়া সিলেটে বিএনপির জয়ের সম্ভবনা নিয়ে গণমাধ্যমকর্মীদের করা এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘১৯৯১ সালের নির্বাচনে বিএনপি একাই অংশগ্রহণ করেছিল, একাই সরকার গঠন করেছিল। সুতরাং বিএনপির জেতার জন্য কারোর ওপর নির্ভর করতে হয় না।’

‘আমরা জামায়াতের সঙ্গে ঐক্য করেছি বৃহত্তর স্বার্থে। এই দানব সরকারের হাত থেকে গণতন্ত্র মুক্ত করতে। সবকিছু ধ্বংস করে পশু শক্তি আমাদের ওপর চেপে বসেছে। এই ভয়াবহ সরকারকে সরানোর জন্যই এই ঐক্য। নির্বাচন হচ্ছে দ্বিতীয় তৃতীয় ঐক্য। স্থানীয় নির্বাচনে এর কোনো সম্পৃক্ততা নেই’, বলেন মির্জা ফখরুল।

সিলেটে জামায়াত বিএনপির সমর্থন চাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আশা তো করতেই পারে। আমরা তো কারোর আশায় বাধা দিচ্ছি না।’

স্থানীয় নির্বাচনগুলোতে বিএনপির অংশগ্রহণের কারণ ব্যাখ্যা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এতকিছুর পর বিএনপি স্থানীয় পর্যায়ে কেন বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে যাচ্ছে? বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক রাজনৈতিক দল। আমরা জনগণের সঙ্গে রাজনৈতিক দল হিসেবে থাকতে চাই। কারণ, স্থানীয় নির্বাচন ক্ষমতার পরিবর্তন করে না।’

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়