ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানিদাতাদের শাস্তি দাবি’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানিদাতাদের শাস্তি দাবি’

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য যারা উস্কানি দিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রি‌পোটার্স ফাউ‌ন্ডেশন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে। তাদের দাবি সরকার মেনে নেয়। তারপরও কতিপয় স্বার্থান্বেষী মহল এই কোমলমতি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে ব্যবহার করতে চেয়েছে। তারা সাধারণ ছাত্রদেরকে উস্কানি দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তাদের এই চক্রান্ত করার কারণেই গত এক সপ্তাহ মানুষ জিম্মি হয়ে পড়েছিল।

উস্কানিদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান ক‌রেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান এইচ এম আলী আকবর নাসির, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সবুজ মোল্লা প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়