ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আ.লীগ নেতারা বেসামাল হয়ে পড়েছেন : রিজভী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ১৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগ নেতারা বেসামাল হয়ে পড়েছেন : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কয়েক দিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নানা রকম দুঃস্বপ্নে অস্থির ও শঙ্কিত হয়ে পড়েছেন। প্রতিবাদী মানুষের ভয়ে ওবায়দুল কাদের সাহেবরা বেসামাল হয়ে পড়েছেন। তাই কখনো ভয়ের কথা বলছেন, কখনো ধমকের সুরে কথা বলছেন।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে চাই, যারা নাগরিক স্বাধীনতা কেড়ে নেয় তারা আগ্রাসী শক্তি, যারা জনগণের দাবিকে রক্তাক্ত করে তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে যুদ্ধ ও নিরন্তর সংগ্রাম ন্যায়সঙ্গত। কাদের সাহেব, ধমক দিয়ে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে পারবেন না। চারিদিকে আপনাদের পতনের শব্ধ শোনা যাচ্ছে।’

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লাগামহীন উদ্ভট বক্তব্য দিয় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে উদ্দেশ্য করে। এসব বক্তব্য শুনে দেশের মানুষেরা তামাশা মনে করলেও ক্ষমতাসীনরা তাতে লজ্জা পায় না। কারণ, তারা জনসমর্থনের পরোয়া করে না। মিথ্যা বলার জন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই।’

ঈদের আগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল বিরোধী দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার ও তাদের মুক্তি দাবি করেন রুহুল কবির রিজভী।

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে নোয়াখালীতে অবরুদ্ধ করে রাখা হয়েছে, অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরের নির্দেশে দেশের সিনিয়র সিটিজেন বরেণ্য আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদকে অবরুদ্ধ হয়ে আছেন। ব্যারিস্টার মওদুদ আহমদের সাথে এ আচরণ সরাসরি গুণ্ডামি।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মওদুদ আহমদের বাড়ি থেকে পুলিশি অবরোধ তুলে নেওয়ার দাবি জানান তিনি।




রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়