ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কারাগারে খালেদার পরপর দুই ঈদ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারাগারে খালেদার পরপর দুই ঈদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এবারের ঈদও কাটবে কারাগারে। ঈদুল ফিতরেও কারাগারে ছিলেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী।

কারাগারে ঈদ কাটানোর অভিজ্ঞতা এর আগেও হয়েছিল বিএনপির প্রধানের। প্রায় ১১ বছর আগে ২০০৭ সালে আলোচিত এক-এগারোর সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হয়ে বিশেষ কারাগারে ঈদ কেটেছে খালেদা জিয়ার। এক দশক পর আবারো কারাগারে ঈদ কাটাচ্ছেন তিনি।

গত বছর ঈদুল আজহায় পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে সেখানে ঈদের আনন্দ ভাগাভাগি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছিলেন বড় ছেলে তারেক রহমান ও ছোট ছেলে আরাফাত রহমানের পরিবারের সদস্যরা।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে আটক থাকার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পান খালেদা জিয়া। এর মধ্যে ২০০৭ সালের দুটি ঈদ কারাগারে কেটেছে তার। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে সেটিই ছিল কারাগারে প্রথম ঈদ। এবার দ্বিতীয় দফায় কারাগারে ঈদ কাটবে বিএনপি নেত্রীর।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপদেষ্টামণ্ডলী, যুগ্ম মহাসচিববৃন্দ, সম্পাদকমণ্ডলী, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে সকাল সাড়ে ১১টায় পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এরপর নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে কারাগারে যাবেন। 




রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়