ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সকল ক্ষেত্রেই নারীদের ক্ষমতায়িত করেছে সরকার’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সকল ক্ষেত্রেই নারীদের ক্ষমতায়িত করেছে সরকার’

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশের প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, রাজনীতিসহ সকল ক্ষেত্রেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীদের সত্যিকার অর্থেই ক্ষমতায়িত করেছে।

শনিবার রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেণ্টারে মতিঝিল থানা আওয়ামী লীগের উদ্যোগে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, আমাদের নারীরা এখন শিক্ষাক্ষেত্রে ছেলেদের থেকেও ভালো করছে। চাকরি করে বাবা-মায়ের সংসার চালাচ্ছে, খেলাধুলায় চ্যাম্পিয়ন হচ্ছে, দেশকে গৌরাবান্বিত করছে। জেলায় জেলায় মেয়েরা এখন ডিসি-এসপি হচ্ছে। শেখ হাসিনা সরকার নারীদের মাতৃত্বকালীন ছুটি করেছে ছয় মাস। মহান জাতীয় সংসদে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, সংসদ উপনেতা সবাই নারী। যেখানে বিএনপি-জামাত জোট নারীদেরকে চার দেয়ালে বন্দি রাখতে চাইত, জামায়াত নেতারা যেখানে মেয়েদের সরকারি চাকরি করা নিয়ে হাশি-তামাশা করত, সেখানে শেখ হাসিনা সরকার নারীদেরকে সকল ক্ষেত্রেই উত্তরোত্তর শক্তিশালী করেছে, মর্যাদাশীল করছে।

তিনি আরো বলেন, নারীরা এখন আর বাবা-মায়ের বোঝা নন। নারীরাই এখন আয় করে সাবলম্বী হয়ে সংসার চালাচ্ছেন। সবকিছুই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই। কাজেই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে আমাদের মা-বোনদের শুধু ভোট দিলেই হবে না, ভোট চাইতেও হবে।

আগামী নির্বাচনে বর্তমান সরকারকে আবারও প্রয়োজন, উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, বর্তমানে বাংলাদেশ যে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়ে গেছে, এর রূপকার বর্তমান শেখ হাসিনা সরকার। বাংলাদেশের মাথাপিছু আয় এখন ১৭৫২ মার্কিন ডলার। জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ, যা আগে আমাদের জন্য ছিল কেবল স্বপ্নই। ঢাকা শহরে মেট্রোরেল, বহু সংখ্যক উড়ালসেতু হয়েছে।বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে।কৃষিতে নিরব বিপ্লব হয়েছে।

মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বসিরুল হক খান বাবুল সভায় সভাপতিত্ব করেন। এ সময়  ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সুলতান মিয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাহমিনা সুলতানা, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর মিনু রহমান, ৮ নং ওয়ার্ডের মহিলা নেত্রী কোহিনুর বেগম, ওয়ার্কার্স পার্টির মতিঝিল থানা সম্পাদক মোর্শেদা ও  ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কামরূল আহসান প্রমুখ বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/৮ সেপ্টেম্বর ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়