ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাজপথ ছাড়া খালেদার মুক্তি দেখছেন না বিএনপি নেতারা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজপথ ছাড়া খালেদার মুক্তি দেখছেন না বিএনপি নেতারা

ছবি : শাহীন ভূঁইয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তি প্রশ্নে আইনি প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করে রাজপথে আন্দোলনকে সমাধান মনে করছেন বিএনপি নেতারা। তারা বলছেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে না পারলে বিএনপি নেত্রী মুক্তি পাবেন না।

মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নেতারা এ কথা বলেন।

খালেদা জিয়ার সুচিকিৎসা ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘সরকারে পতনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন। সরকারের পতন ছাড়া বেগম জিয়াকে মুক্ত করা যাবে না। বেগম জিয়ার মামলা রাজনীতিকভাবে হয়েছে। তাই আমরা মনে করি রাজনীতিকভাবেই এই মামলার সমাধান করতে হবে।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি করেন তিনি।

নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনকালীন সরকার মানবে না জানিয়ে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘সরকার জনগণের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তাই বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে পারে না। এককভাবে ছোট করে মন্ত্রিসভা করা অযোক্তিক, তা আমরা গ্রহণ করবো না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকার একের পর এক মিথ্যা মামলায় বেগম জিয়াকে কারারুদ্ধ রেখেছেন। যে মামলায় তার সাজা হয়েছে সেই মামলায় তিনি জামিনে মুক্ত। অথচ ২০১৪-১৫ সালের মামলায় তাকে জড়িত করে তার কারাজীবন দীর্ঘায়িত করছে সরকার।’

তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করা কঠিন হবে। কারণ তার কারাবন্দিত্বের সিদ্ধান্তগুলো রাজনৈতিক, তাই রাজনৈতিকভাবেই মাঠে থেকে তাকে আমাদের মুক্ত করতে হবে। আমরা বিশ্বাস করি তার মুক্তির জন্য যদি গণমিছিল করা হয় লাখো কোটি মানুষ রাস্তায় এসে এই সরকারকে তছনছ করে দেবে এবং তখন বেগম জিয়ার মুক্তিও হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান  শওকত মাহমুদ, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী, বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, জিনাফ সভাপতি লায়ন মিয়া আনোয়ার প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়