ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাজীপুরে বিএনপির চার শতাধিক নেতাকর্মীর নামে মামলা

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে বিএনপির চার শতাধিক নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে সরকারি কাজে বাধাদান, রাস্তায় বেআইনি সমাবেশ ডেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বিএনপির ৪৪০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। জয়দেবপুর থানা পুলিশের এসআই আব্দুল বাসেদ মিয়া বাদী হয়ে মঙ্গলবার মামলাটি করেন।

মামলায় ১৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০০/ ৩০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার বিএনপির প্রয়াত নেতা  আসম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নানসহ ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর বিএনপি নেতা হান্নান মিয়া হান্নু, বিএনপি নেতা শহিদুজ্জামান শহিদ, হাসনাত মোহাম্মদ রায়হান, মাসুম সরকার ও মো: সাজেদুল ইসলাম।

এ ছাড়া মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, ডা. মাজহারুল আলম, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন সরকার, পীরজাদা এসএম রুহুল আমীন, জেলা বিএনপি নেতা মীর হালীমুজ্জামান ননী, শাহজাহান ফকির, শাখাওয়াৎ হোসেন সবুজ, সুরুজ আহমেদ, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা ইজাদুর রহমান মিলন, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর বিএনপি নেতা ফয়সাল আহমাদ সরকার, হাসান আজমল ভূইয়া, সাবেক কাশিমপুর ইউপির চেয়ারম্যান শওকত হোসেন সরকার।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, শাহ রিয়াজুল হান্নান ও কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ ছয়জনকে মঙ্গলবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।



রাইজিংবিডি/ গাজীপুর / ১১ সেপ্টেম্বর ২০১৮/ হাসমত আলী/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়