ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘প্রকৃত অবস্থা জানাতে’ জাতিসংঘে বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রকৃত অবস্থা জানাতে’ জাতিসংঘে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেছেন, নালিশ জানাতে নয়, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে দেশের প্রকৃত অবস্থা জানাতে সেখানে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিবের জাতিসংঘে যাওয়ায় সরকার আতংকিত, ঈর্ষান্বিত ও বিব্রত হয়েছে বলেও মনে করেন দলটির এই নীতি নির্ধারক।

‘নালিশ করতে বিএনপি মহাসচিব যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, ‘আমাদের মহাসচিব নালিশ করতে সেখানে (জাতিসংঘে) যাননি, তিনি বাংলাদেশের প্রকৃত অবস্থা তুলে ধরতে সেখানে গেছেন। আর আমাদের মহাসচিব ইচ্ছে করে সেখানে যাননি। তাকে জাতিসংঘের মহাসচিব আমন্ত্রণ জানিয়েছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে কোনো কারণ ছাড়াই বিরোধীদলের নেতাকর্মীদের যে হামলা, মামলা ও গুম করা হচ্ছে এসব সত্যিকারের অবস্থাই তিনি সেখানে তুলে ধরছেন। আর এটাতেই ক্ষমতাসীন সরকার আতংকিত, ঈর্ষান্বিত ও বিব্রত।’

‘গণগ্রেফতার ও বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবি’তে এই আলোচনা সভার আয়োজন করে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন।

আগামী নির্বাচন নিয়ে সরকারের উদ্দেশ্য খারাপ উল্লেখ করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘এই সরকারের উদ্দেশ্য অত্যন্ত খারাপ। সুষ্ঠু নির্বাচন তারা কোনোভাবেই চান না। তারা এখনও মনে করছে আবারও একদলীয়ভাবে ক্ষমতায় আসবেন।’

জাতীয় ঐক্য গড়ে সরকারকে সংলাপে বাধ্য করা হবে বলেও জানান মওদুদ আহমদ।

‘আমরা সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। সেই প্রক্রিয়ায় আমরা অনেকটাই এগিয়েছি। সরকার সংলাপ না করলে রাজপথে তাদেরকে জবাব দেয়া হবে। কঠোর কর্মসূচির মাধ্যমে এমন পরিস্থিতি সৃষ্টি হবে তখন সরকার বাধ্য হবে সংলাপের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন প্রমূখ।




রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৮/রেজা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়