ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেসি না পারলে মডরিচই এবার যোগ্য : রাকিতিচ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ১৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসি না পারলে মডরিচই এবার যোগ্য : রাকিতিচ

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে খেলেন তিনি। জাতীয় দলে খেলেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মডরিচের সঙ্গে। বলছি বার্সেলোনা তারকা ইভান রাতিচের কথা। এবার ব্যক্তিগত পুরস্কার মেসি জিততে না পারলেও মডরিচই সবগুলোর যোগ্য বলে মনে করছেন রাকিতিচ।

কয়েকদিন আগে উয়েফার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মডরিচ। বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী এ তারকা এবার ফিফার বেস্ট মেনস প্লেয়ারের সংক্ষিপ্ত তিনের তালিকায় রয়েছেন। মেসি এ তালিকা থেকে বাদ পড়েছেন। এবার এখানে সেরা হওয়ার জন্য রোনালদো ও মোহাম্মদ সালাহর সঙ্গে লড়তে হবে মডরিচকে। মেসি এ তালিকায় না থাকায় এবার মডরিচকেই এ পুরস্কারের সেরা দাবিদার মনে করছেন রাকিতিচ।

সম্প্রতি মার্কাকে দেওয়া এক সাক্ষাতকারে রাকিতিচ বলেন, ‘এবার ব্যক্তিগত কোনো পুরস্কার মেসি না জিতলে তা নিঃসন্দেহে বলা যায় এ মৌসুমটি মডরিচের জন্য। সে বেশি ভোট পেলে তা আমাকে অবাক করবে না। এটা তার বছর এবং আমি সত্যিই এজন্য আনন্দিত। মেসি না হলে মডরিচই সেরা।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়