ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘সিনহার নয়, সরকারের অন্তর্জালা শুরু হয়েছে’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ২২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সিনহার নয়, সরকারের অন্তর্জালা শুরু হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সম্প্রতি প্রকাশিত বিচারপতি এস কে সিনহার লেখা ‘এ ব্রোকেন ড্রিম’ বইয়ে সত‌্য কথা লেখায় সরকারের অন্তর্জালা শুরু হয়েছে বলে মন্তব‌্য করেছেন বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘বিচারপতি এস কে সিনহা তার প্রকাশিত বইয়ে সত্য কথা লেখাতে সরকারের অন্তর্জালা হচ্ছে। বন্দুকের নলের মুখে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কোনো বীরের কাজ নয়, এটি কাপুরুষের কাজ।’’

“আপনারা (সরকার) তো বন্দুকের নল ঠেকিয়ে এস কে সিনহাকে সন্ত্রাসী কায়দায় সাবেক হওয়ার আগেই সাবেক করেছেন। তাই সত্য কথা লেখাতে অন্তর্জালা হচ্ছে আপনাদের (আওয়ামী লীগ)।’’

বিএনপির এই নেতা বলেন, ‘‘সভ্য গণতান্ত্রিক দেশে বিচার বিভাগ স্বাধীন সংস্থা। অথচ বাংলাদেশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী-উপদেষ্টারা কথা বলার নামে এমন আচরণ করেছেন, যেন তারা প্রধান বিচারপতিকে রিমান্ডে নিয়েছেন। রাষ্ট্রপতির সামরিক সচিব তাকে বঙ্গভবনে ডেকে নিয়ে গিয়ে রাষ্ট্রপতির সামনে যেভাবে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা ধমকাধমকি করেছেন, তা সন্ত্রাসী আক্রমণের সমতুল্য।’’

সরকার বিচারপতি সিনহাকে দেশ ত‌্যাগে বাধ‌্য করেছে উল্লেখ করে রিজভী বলেন, যারা দেশের প্রধান বিচারপতিকে পদত্যাগে ও নির্বাসনে যেতে বাধ্য করতে পারে, তাহলে প্রশাসন, আইন আদালতকে বাধ্য করে বিচারকের কাছ থেকে মামলা ফেরত এনে সম্পূরক চার্জশিটে তারেক রহমানের নাম জড়ানো তো কঠিন কাজ নয়।

এ সময় তিনি সংশয় প্রকাশ করে বলেন, ‘‘সরকারের গাইডলাইন অনুযায়ী ২১ আগস্ট বোমা হামলা মামলার বিচারিক কার্যক্রম চলছে কি না, তা নিয়ে জনগণের মনে বড় ধরনের সন্দেহ সৃষ্টি হয়েছে।’’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে ঠেলে দিতে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দলের এই জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মৌলভীবাজার বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৮/রেজা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়