ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কোটা বহালের আন্দোলন স্থগিত

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোটা বহালের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে চলা অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় শাহবাগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

আগামী ১৪ অক্টোবর (রোববার) সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এর আগে বিকেলে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালিত হয়। একপর্যায়ে শাহবাগ মোড় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। রাস্তার এক পাশ দিয়ে যান চলাচলের কারণে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে উপস্থিত হন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়