ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মানহানির মামলায় মইনুলকে গ্রেপ্তার নজিরবিহীন: বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানহানির মামলায় মইনুলকে গ্রেপ্তার নজিরবিহীন: বিএনপি

সিনিয়র প্রতিবেদক : সরকার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ব্যাহত করতে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করেছে অভিযোগ করে বিএনপি বলেছে, মানহানি মামলায় তাকে গ্রেপ্তার করা নজিরবিহীন ঘটনা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ব্যারিস্টার মইনুল জামিনে ছিলেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তিও। শুধুমাত্র অপশাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে কথা বলাটাকেই অপরাধ হিসেবে গণ্য করছে সরকার।

‘রাতে কোর্ট বসিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সরকারের উচ্চ মহলের নির্দেশে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা সকলের কাছে পরিষ্কার। কারণ গতকাল প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলনে বলেছেন মইনুল হোসেন একটি মামলায় জামিন পেয়েছেন, তার বিরুদ্ধে আরে মামলা করেন বাকিটা আমরা দেখছি। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, তাকে গ্রেপ্তার করা হলো।’

রিজভী বলেন, ‘মানহানি মামলায়তো প্রথমেই গ্রেপ্তারি পরোয়ানা নজির নেই। প্রথমে সমন জারি করে আসামিপক্ষের বক্তব্য নেওয়া হয়। আসামিপক্ষ উপস্থিত না হলে পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি।’

ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন রিজভী।

‘দেশে সময়মতো নির্বাচন হবে ও বর্তমান মন্ত্রিপরিষদ বহাল থাকবে’ বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার তিনি সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চান না, গায়ের জোরে নির্বাচন করতে চান। জোর করে ক্ষমতাকে আকঁড়ে ধরে রাখতে চান। এ সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবেও না।’

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী চূড়ান্ত ক্র্যাকডাউন শুরু করেছে অভিযোগ করে রিজভী বলেন, ‘গুপ্তহত্যা, বিচারবর্হিভুত হত্যা, গুম, খুন, বিরোধীমত দলন-নিপীড়নের সঙ্গে দেশজুড়ে চলা গণগ্রেপ্তারের গতি এখন আরো বৃদ্ধি পেয়েছে।’




রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়