ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জোটবদ্ধ নির্বাচন: ১১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জোটবদ্ধ নির্বাচন: ১১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে

নিজস্ব প্রতিবেদক : জোটবদ্ধভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে ১১ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করতে হবে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম সচিব) এস এম আসাদুজ্জামান। বিজ্ঞপ্তিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আবেদন করতে বলা হয়েছে।

এ বিষয়ে ইসি সচিব বলেছেন, কোনো নিবন্ধিত দল মনোনয়ন দিলে অনিবন্ধিত রাজনৈতিক দলও জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে জোট গঠন করলে এই জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের বরাদ্দ করা যাবে।’

‘এভাবে প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনি তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের (১১ নভেম্বর) মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে হবে।’

এর আগে দুপুরে সচিব হেলালুদ্দীন সাংবাদিকদের জানান, জোটগতভাবে নির্বাচন করতে চাইলে তিন দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে। ৯ নভেম্বর দলকে এ বিষয়ে চিঠি দেওয়া হবে।

সচিবের এ বক্তব্যের পরপরই ইসির জনসংযোগ শাখা ১১ নভেম্বরের মধ্যে আবেদনের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।



রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৮/হাসিবুল/এনএ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়