ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জেএসসির স্থগিত পরীক্ষা: অনুপস্থিত ৪৮২৬৯, বহিষ্কার ৬৬

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেএসসির স্থগিত পরীক্ষা: অনুপস্থিত ৪৮২৬৯, বহিষ্কার ৬৬

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) রোববারের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ  শুক্রবার।

এদিন এ পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল ৪৮ হাজার ২৬৯ শিক্ষার্থী। বহিষ্কার করা হয়েছে ৬৬ জনকে।

আজ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,এদিন ঢাকা বোর্ডে ১৮ হাজার ৫৮৫ জন, রাজশাহীতে ৪ হাজার ৯৯৭, কুমিল্লায় ৪ হাজার ৩১৫, যশোরে ৫ হাজার ৮২৪, চট্টগ্রামে ৩ হাজার ৯২৩, সিলেটে ৩ হাজার ৮৮, বরিশালে ৩ হাজার ২৫৯ এবং দিনাজপুরে ৪ হাজার ২৭৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বোর্ডে ২৮ শিক্ষার্থী, চট্টগ্রামে দুই, রাজশাহীতে তিন, বরিশালে ১৩, দিনাজপুরে চার, কুমিল্লায় ১৫ ও যশোরে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বছর আট বোর্ডের অধীনে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন। এদের মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দিচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৮/ইয়ামিন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়