ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গায়েবি মামলা-গ্রেপ্তার বন্ধে ইসির হস্তক্ষেপ চাইল বিএনপি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গায়েবি মামলা-গ্রেপ্তার বন্ধে ইসির হস্তক্ষেপ চাইল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : গত কয়েক বছর ধরে বিশেষ করে চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও গায়েব মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। এসব বানোয়াট মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে নির্বাচন কমিশনকে (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এক চিঠিতে গায়েবি মামলার বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিইসিকে দেওয়া চিঠিতে বিএনপি মহাসচিব বলেন, ‘তফসিল ঘোষণার পরও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপির প্রধান কার্যালয়ে মনোনয়ন প্রার্থীরা যখন আসছে তখন পথে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তার করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চার দিন ধরে বিএনপির প্রধান কার্যালয়ের নয়াপল্টনের আশপাশের যত লিংক রোড আছে সেখানে পাহারা বসিয়ে নেতা-কর্মীদের তল্লাশি করছে। এমনকি মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিড়ে ফেলছে তারা।’

মির্জা ফখরুল বলেন, ‘শুধু গতকালই ৬০-৭০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এখানো গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। এমন গ্রেপ্তার ও হয়রানি করা হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। তাই বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলার মাধ্যমে গ্রেপ্তার বন্ধে আপনার হস্তক্ষেপ কমনা করছি।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৮/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়