ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরিশাল ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ১৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশাল ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ঠিক করতে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করছে দলের পার্লামেন্টারি বোর্ড। আজও লন্ডন থেকে এই প্রক্রিয়ায় যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের এই সাক্ষাৎকার শুরু হয়।

প্রথমে বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। দুপুর আড়াইটার পর খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে।

বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি সংসদীয় আসন এবং খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনের জন্য প্রায় পাঁচ শতাধিক প্রার্থী এদিন সাক্ষাৎকারে অংশ নেয়ার কথা রয়েছে। সাক্ষাৎকার গ্রহণ করছেন বিএনপির পার্লামেন্টারি বোর্ড অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৮/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়