ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লেভেল প্লেইং ফিল্ড দেখছি না : শাহ মোয়াজ্জেম

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেভেল প্লেইং ফিল্ড দেখছি না : শাহ মোয়াজ্জেম

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ-১ আসনে দলটির মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযোগ করতে এসে সাংবাদিকদের তিনি বলেন, গত শনিবার এক অসুস্থ কর্মীকে দেখতে যাওয়ার সময় সিরাজদিখানের কুচিয়ামোড়ায় ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার ও নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায়। ৫ থেকে ৬টি গাড়ি তারা ভাঙচুর করে। আমার ৪/৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। আমাকে কয়েক দফা গুলি করেছে। আল্লাহ আমাকে বাঁচিয়েছে।

সেদিন পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাননি বলে অভিযোগ করেন তিনি।

শাহ মোয়াজ্জেম বলেন, এরা প্রতিদিনই বলে লেভেল প্লেইং ফিল্ড, অথচ আমি পুলিশ পেলাম না। সকল কর্মী চেষ্টা করেছে পুলিশের সাথে যোগাযোগের। অনেক চেষ্টা করেও পুলিশ পেলাম না। লেভেল প্লেইং ফিল্ড কাহাকে বলে? লেভেল প্লেইং ফিল্ড কী, আমি তো কিছু পেলাম না।

কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছে, এমন অভিযোগ করে তিনি বলেন, আমার কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে যে, আমার কর্মীরা নাকি পুলিশ পিটিয়েছে। অথচ আমরা পুলিশই পেলাম না সেদিন।

নির্বাচন কমিশনের সচিব ও একজন কমিশনারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন শাহ মোয়াজ্জেম।



রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়