ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

খন্দকার মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৬, ১৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খন্দকার মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা

কুমিল্লা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানায় মামলা করা হয়েছে।

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএস এর এজেন্ট মেহমুদের সঙ্গে মুঠোফোনে কথোপকথনকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র উল্লেখ করে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন মামলা করেন।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন অভিযোগ করেন, বুধবার রাতে একটি গণমাধ্যমে ওই দুইজনের সংলাপটি প্রকাশ হলে তাতে বোঝা যায় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ষড়যন্ত্র করে রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা অভিযোগ গ্রহণ করেছি।




রাইজিংবিডি/কুমিল্লা/১৩ ডিসেম্বর ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়