ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিজয় দিবসে শিশুপার্ক ও জাদুঘরে ভিড়

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজয় দিবসে শিশুপার্ক ও জাদুঘরে ভিড়

ছবি : শাহীন ভূইয়া

নিজস্ব প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।

শিশুপার্ক, জাতীয় জাদুঘরে রোববার সকাল থেকেই ভিড় ছিল।  এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অনেকের পরনেই ছিল লাল-সবুজের পোশাক। কারো মাথায় ছিল ফিতা।

 



সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে জাতীয় পতাকা লাল-সবুজে যেন সেজেছিল নারী-পুরুষসহ সব বয়সীরা। সবাই বিজয়ের আনন্দ উপভোগ করতে বেরিয়ে পড়েন পথে পথে। অনেকের মুখমন্ডলে শোভা পাচ্ছিল লাল সবুজের আলপনা কিংবা জাতীয় পতাকার ছবি।

সকল বয়েসের মানুষের উপস্থিতি আর তাদের চোখে-মুখের আনন্দ-উচ্ছ্বাস বলে দিচ্ছিল আজ বাঙালির জীবনের আনন্দের দিন। অনেকে প্রিয়জনদের সঙ্গে নিয়ে রিকশা ভ্রমণ কিংবা আড্ডা জমিয়ে বসেছেন শাহবাগ মোড়ে। কেউবা আবার ঘোড়ার গাড়ি আনন্দে মেতেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও আরো বাড়তে শুরু করেছে।

 



এদিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিকেলে বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠান হবার কথা রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৮/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়