ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভোটের দিন কী হবে, শঙ্কা কামালের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোটের দিন কী হবে, শঙ্কা কামালের

জ্যেষ্ঠ প্রতিবেদক : ভোটের দিন কী ধরনের পরিস্থিতি হবে, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

রোববার রাজধানীর পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলার তথ্য তুলে ধরেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, ‘এসব ঘটনার পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় না। অবাক কাণ্ড! যারা শিকার হচ্ছেন আক্রমণের, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আর যারা আক্রমণ করছে, তারা বহাল তবিয়তে আছে। অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পথে এসব ঘটনা  যদি ঘটতে থাকে, স্বাভাবিকভাবে আশঙ্কা হবে ভোটের দিন কী হবে?’

এক প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ‘আশঙ্কা তো আছেই যে, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ হতে দেওয়া হবে না। তারা বুঝতে পারছে মানুষের জনমত। আপনারাও (সাংবাদিক) এটা জানার চেষ্টা করলে জানতে পারবেন। আমরা শুধু আপনাদের তথ্যগুলো দিচ্ছি। এ ব্যাপারে (বানচাল) আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনারা দেখুন।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার জন্য। আপনারা (গণমাধ্যম) গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন, যাতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে।’

জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার সোমবার সকালে হোটেল পূর্বাণীতে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানান গণফোরাম সভাপতি।

সংবাদ সম্মেলনে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘নোয়াখালীতে মাহবুব উদ্দিন খোকনকে পাঁচটা গুলি করা হয়েছে, সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী প্রার্থী রুমানা মাহমুদের ওপর গুলি হয়েছে, ঢাকায় সুব্রত চৌধুরীর ওপর হামলা হয়েছে। ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১০ আসনসহ বিভিন্ন আসনে হামলা হয়েছে। আমি উত্তরাতে সেদিন মাজারে গিয়েছিলাম, সেখানে হামলা হয়েছে।’

তিনি বলেন, ‘১৩ দিন আগে যদি গুলি হয়, তাহলে এর পরে কী  চালাবে? ট্যাংক চালাবে, কামান চালাবে? এ কী অবস্থা! পৃথিবী কোথায়, জাতিসংঘ কোথায়, কমনওয়েলথ কোথায়?’

সংবাদ সম্মেলনে বিএনপির আবদুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, নুরুল হুদা মিলু চৌধুরী, বিকল্পধারার নুরুল আমিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়