ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘তরুণসমাজ ঐক্যফ্রন্টের ধোঁকাবাজির জবাব দেবে’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তরুণসমাজ ঐক্যফ্রন্টের ধোঁকাবাজির জবাব দেবে’

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী ইশতেহারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিতে চায়। কিন্তু এই বিজয়ের মাসে তারা বাঙালিদের ধোঁকা দিতে পারবে না। তরুণসমাজ তাদের এ ধোঁকাবাজির পাল্টা জবাব দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করে ঘরে ফিরবে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশ তিনি এসব কথা বলেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ।

রেজওয়ানুল হক চৌধুরী বলেন, ঐক্যফ্রন্টের ইশতেহারে বলা হয়েছে, ‘চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা থাকবে না। তাহলে আমাদের তরুণদের অবস্থাটা কী হবে? চাকরি করবে বৃদ্ধরা। এটি কোনো বাস্তবমুখী ইশতেহার নয়।’

ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ঐক্যফ্রন্টের ইশতেহারে তরুণ প্রজন্মের পছন্দের বিষয় প্রযুক্তি নিয়ে কোনো কথা নেই। তারা প্রতিশ্রুতি দিয়েছে, ৩০ বছরের বেশি বয়সী বেকারদের ভাতা দেবে। এই ধরনের গল্পে বাংলাদেশের তরুণ প্রজন্ম আস্থা রাখে না। তাদের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রতিশ্রুতিকেও আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ডিসেম্বর ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়