ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে কাজ করতে হবে’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে কাজ করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সামাজিক নিরাপত্তায় মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি এবং সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা মেনে কাজ করতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে যে গতিতে দেশ এগিয়ে গেছে আগামী ৫ বছর আপনাদের (সরকারি কর্মকর্তা) সেই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সরকারি কোনো কাজ ফেলে রেখে গড়িমসি করা যাবে না। আমাদের ভিশন-২০২১ পূরণ হবার পথেই। সঠিকভাবে দায়িত্ব পালন করলে, ইনশাআল্লাহ, ২০৪১ সালের লক্ষ্য পূরণ হবে।

এর আগে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।এ সময় তারা সবাইকে মনোযোগ দিয়ে কাজ করার আহ্বান জানান। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তারা।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, মুক্তিযোদ্ধারাই দেশ স্বাধীন করেছিলেন, তাদের হাত ধরেই এগিয়ে চলছে বাংলাদেশ। দেশ এভাবে এগিয়ে চললে ২০৪১ সালের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করতে পারব।

সমাজকল্যাণ সচিব জিল্লার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহান্মদ নুরল কবীর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. নাসির ইসলাম, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এ টি এম নাসির মিয়া বক্তব্য রাখেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৯/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়