ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘১৪ দলের সাংসদরা বিরোধী দলে থাকলে সংসদ প্রাণবন্ত হবে’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘১৪ দলের সাংসদরা বিরোধী দলে থাকলে সংসদ প্রাণবন্ত হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ১৪ দলের সংসদ সদস্যরা জাতীয় পার্টির সঙ্গে বিরোধী দলের ভূমিকায় এলে জাতীয় সংসদ আরো প্রাণবন্ত হবে।

শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক অনির্ধারিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

১৪ দলের সংসদ সদস্যদের বিরোধী দলে স্বাগত জানিয়ে রাঙ্গা বলেন, ‘আমরা সম্মিলিতভাবে দেশ ও মানুষের পক্ষে কথা বলব, সংসদকে কার্যকর করে তুলব। ইতোমধ্যেই জাতীয় পার্টির সংসদ সদস্যদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

জাপা মহাসচিব বলেন, ‘পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে বুদ্ধদেব বসু মাত্র একজনই বিরোধী দলের ভূমিকায় ছিলেন। স্বাধীনতার পরে ৭৩ সালের নির্বাচনেও স্বল্প সংখ্যক বিরোধী দলের সদস্যই সংসদকে প্রাণবন্ত রেখেছিলেন। আর বর্তমান সংসদে জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য, তারা চাইলে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।’

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, ফখরুল আহসান শাহাজাদা, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৯/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়