ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘নিখাদ ম্যাচ-উইনার’ পন্তকে বিশ্বকাপ দলে চান নেহরা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিখাদ ম্যাচ-উইনার’ পন্তকে বিশ্বকাপ দলে চান নেহরা

ঋষভ পন্ত

ক্রীড়া ডেস্ক : তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্তকে ভারতের বিশ্বকাপ দলে রাখা উচিত বলে মনে করেন আশিস নেহরা। কী কারণে তাকে দলে রাখা উচিত, সেটাও ব্যাখ্যা করেছেন ভারতের প্রাক্তন এই পেসার।

পন্ত এখন পর্যন্ত মাত্র তিনটি ওয়ানডে খেলেছেন। তবে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে এরই মধ্যে নিজেকে সম্ভাব্য ম্যাচ-উইনার হিসেবে চিহ্নিত করেছেন। বিশেষ করে তার স্ট্রাইকিং সামর্থ্য দিয়ে।

তাকে বিশ্বকাপ দলে রাখার কারণ ব্যাখ্যায় বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নেহরা বলেছেন, ‘একটা দলে অনেকেই কিছু না কিছু অবদান রাখতে পারে। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে দরকার এক্স ফ্যাক্টর খেলোয়াড়। ঋষভ পন্ত শুধু অবদানই রাখতে পারে না, ও একজন নিখাদ ম্যাচ-উইনার। ওকে বিশ্বকাপে রাখা উচিত।’

পন্তের মতো একজন বাঁহাতি ব্যাটসম্যান থাকলে ব্যাটিং লাইনআপে বৈচিত্র্য বাড়বে বলে মনে করেন নেহরা, ‘ভারতীয় ব্যাটিং লাইনআপে শিখর ধাওয়ান ছাড়া প্রথম সাতে কোনো বাঁহাতি নেই। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে আপনার বৈচিত্র্য দরকার।’

‘তাছাড়া ও এক থেকে সাত, যে কোনো পজিশনে ব্যাট করতে পারে। ফলে বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্ট ওকে ফ্লোটার হিসেবে ব্যবহার করতে পারবে।’

পন্তের ছয় মারার দক্ষতার কথাও তুলে ধরেছেন নেহরা, ‘ও খুব সহজে ছয় মারতে পারে। ছয় মারার দিক দিয়ে ও রোহিত শর্মার ঠিক পরেই থাকবে। বিশ্বকাপে ভারতের এরকম একজন ব্যাটসম্যান খুবই দরকার।’

ভারতের বিশ্বকাপ দলে এরই মধ্যে দুজন উইকেটকিপারের জায়গা প্রায় নিশ্চিত- মহেন্দ্র সিং ধোনি ও দিনেশ কার্তিক। পন্তও দলে থাকা মানে তিনজন উইকেটকিপার। যেটি বেশ কঠিনই। তবে নেহরা মনে করেন, পন্ত ও কার্তিককে শুধু বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই নেওয়া উচিত।

‘শুধু শুধু পুরো ব্যাপারটাকে জটিল করে তুলে লাভ নেই। মহেন্দ্র সিং ধোনি যখন উইকেটের পেছনে আছেই, তখন বাকিদের তো বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই দেখতে হবে’- বলেছেন ভারতের হয়ে ২০০৩ ও ২০১১ বিশ্বকাপে খেলা নেহরা।




রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়