ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে হাসছে ব্যাটসম্যানদের ব্যাট

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রস্তুতি ম্যাচে হাসছে ব্যাটসম্যানদের ব্যাট

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের পর ব্যাটসম্যানদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদের ব্যর্থতার মাঝে প্রথম দুই ওয়ানডেতে মোহাম্মদ মিথুনের হাফসেঞ্চুরির পর শেষটিতে কেবল সেঞ্চুরির দেখা পান সাব্বির রহমান। ওয়ানডের পর টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে এবার আশাজাগানীয় ব্যাটিং উপহার দিচ্ছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা।

সাদা পোষাকের যুদ্ধে নামার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে আজ নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হয় বাংলাদেশ দল। লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে ৪১১ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।

কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের ব্যাটিংয়ে নিজেদের ভালোই ঝালিয়ে নিচ্ছেন টাইগাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ফিফটির দেখা পেয়েছেন ওয়ানডে সিরিজে রানখরায় থাকা লিটন দাস ও মাহমুদউল্লাহ।

দেশসেরা ওপেনার তামিম ওয়ানডে সিরিজে কিউইদের বিপক্ষে নিজেকে হারিয়ে খুঁজেছেন। তবে প্রস্তুতি ম্যাচে আজ সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে ১১৩ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়েছেন বাঁহাতি এ ওপেনার। উইকেটে মনযোগী তামিম আজ ৮৩ বলে ৪৫ রান করে আউট হয়েছেন। অন্য প্রান্তে সাদমান ১১৩ বলে ৬৭ রান করে ফিরেন।

ওপেনারদের দারুণ শুরুর পর তিনে নেমে লম্বা ইনিংস খেলতে পারেননি মুমিনুল। ২০ রান করে আউট হন তিনি। এরপর মিডলঅর্ডারে চার ব্যাটসম্যানের মধ্যে লিটন, সৌম্য, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজের মধ্যে কেবল হাফসেঞ্চুরি বঞ্চিত হয়েছেন সম্প্রতি টেস্ট স্কোয়াডে যুক্ত হওয়া সৌম্য। অবসর নেওয়ার আগে লিটন করেছেন ৬২, সৌম্য ৪১, মাহমুদউল্লাহ ৫৯ আর মিরাজ ৫১ রান। ব্যাটিংয়ে অন্যদের ঝালিয়ে নিতেই অবসর নিয়ে এ সুযোগ দেন তারা।

নিউজিল্যান্ড একাদশের হয়ে ৯২ রানে ২ উইকেট নেন বাঁ হাতি স্পিনার ব্লাক কোবার্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্টের প্রথমটিতে আগামী বৃহস্পতিবার হ্যামিল্টনে খেলতে নামবে বাংলাদেশ দল।




রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়