ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিশিতার ‘মেঘলা আকাশ’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ১০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিশিতার ‘মেঘলা আকাশ’

বিনোদন প্রতিবেদক : ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দ্বিতীয় আসরে দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছিলেন নিশিতা বড়ুয়া। ‘যার ছায়া পড়েছে মনেরই আয়নাতে’, ‘রংধনু ভালো লাগে’ শিরোনামের গানগুলো গেয়ে তখন শ্রোতাদের মন জয় করেছিলেন। এবার ‘মেঘলা আকাশ’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিলেন নিশিতা। গানটি কথা ও সুর করেছেন জুলফিকার জাহেদী।

গান প্রসঙ্গে নিশিতা বলেন, ‘জুলফিকার জাহেদী ভাই আমাকে খুব স্নেহ ও আদর করেন। এর আগেও তার সঙ্গে কাজ করেছি। আমি সব সময় গানের কথা ও সুরের দিকে নজর দেই। এই গানটি করে খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় ব্যাপার হলো- গানটির রেকর্ডিং কলকাতার স্বনামধন্য একটি স্টুডিওতে যত্নের সঙ্গে করেছি, যাতে দর্শকের ভালো লাগে।’

‘মেঘলা আকাশ’ গানটির সংগীত পরিচালনা করেছেন অভিষেক ব্যানার্জী। গানের বিশেষ এক অংশে নিশিতার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী অভিজিত সরকার। গানটি নিয়ে নির্মিত হচ্ছে মিউজিক ভিডিও। আগামী পয়লা বৈশাখে এটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন জুলফিকার জাহেদী।



রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়