ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গণভবনে যাওয়ার বিষয়টি নূরের ব্যক্তিগত: লিটন

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ১৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণভবনে যাওয়ার বিষয়টি নূরের ব্যক্তিগত: লিটন

নিজস্ব প্রতিবেদক : গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডাকসুর নব-নির্বাচিত ভিপি নূরুল হক নূরের সাক্ষাতের বিষয়টি তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন প্রগতিশীল জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী।

শুক্রবার রাজু ভাস্কর্যে ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের ভুখা মিছিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লিটন নন্দী বলেন, ডাকসুর ভিপি নুরুল হক নূর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কি না-এটা তার ব্যক্তিগত বিষয়। তবে আমাদের জোটে এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি। আমরা নীতিগতভাবে নির্বাচনের ফল প্রকাশের আগেই এই নির্বাচন বর্জন করেছি এবং পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচনের আহ্বান জানিয়েছি। আমরা এখনও সেই দাবিতে একমত। এখানে যারা অনশন করছেন তারাও তাই চান।

লিটন নন্দী বলেন, আমাদের ক্যাম্পেইন, আন্দোলন চলবে। ধাপে-ধাপে আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের জোটে যারা আছেন, তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত জানাব।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৯/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়