ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২০, ২০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

 নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, গঠনতন্ত্র পরিপন্থী কমিটি গঠন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ কমিটি বিলুপ্তি ঘোণষা করা হলো।’

জানা যায়, ১৮ বছর পর ২ মার্চ সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। এ কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস. এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের।

কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে কমিটিতে অছাত্র, মাটি ব্যবসায়ী ও বিদেশ ফেরত শ্রমিক, ছাত্রদল নেতা, ছাত্রশিবির কর্মী ও মোটরসাইকেল চুরির মামলার আসামি স্থান পেয়েছে। বিষয়টি নিয়ে বিষ্ময় প্রকাশ করেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে লিখিত প্রতিবাদও জানিয়েছেন তারা। এর পরপরই চারজনকে সংগঠনকে অব্যাহতি দেয় দক্ষিণ জেলা ছাত্রলীগ।

এদিকে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে আসলে তারা এ কমিটি বিলুপ্তি করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৯/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়