ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বাধীনতা জাদুঘরে দর্শনার্থীদের ভিড়

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাধীনতা জাদুঘরে দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবসে দর্শনার্থীদের ভিড় বেড়েছে স্বাধীনতা জাদুঘরে।

মঙ্গলবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের এ জাদুঘরে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল জাদুঘরে। শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণির মানুষের আনাগোনায় মুখর জাদুঘরের কক্ষগুলো।

জাদুঘরের নিরাপত্তা প্রহরী মো. বেলায়েত হোসেন বলেন, জাদুঘরে প্রতিদিন গড়ে তিন থেকে চারশ দর্শনার্থী আসে। তবে শুক্রবার সবচেয়ে বেশি দর্শনার্থী হয়। আজকে দর্শনার্থীদের চাপ রয়েছে, দর্শনার্থীর সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে ছাত্র, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের প্রবেশ ফ্রি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন স্বাধীনতা জাদুঘর পরিচালনার দায়িত্বে রয়েছে জাতীয় জাদুঘর। জাদুঘরে প্রবেশের ক্ষেত্রে ফি ২০ টাকা। ১২ বছরের নিচের শিশুদের প্রবেশমূল্য ১০ টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের প্রবেশ ফি ৩০০ এবং অন্য দেশের নাগরিকদের প্রবেশ ফি ৫০০ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৯/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়