ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বিএনপি’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বিএনপি’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি সংসদে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকদের অন্যতম নজরুল ইসলাম খান। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দল।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই যেকোনো মূল্যে। আমরা সংসদে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেইনি। এ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে। দলের সিদ্ধান্ত মানতে আমাদের দলের এমপিরা রাজি। খালেদা জিয়ার মুক্তি তার প্রাপ্য। রাজনৈতিক কারণে, আইনি কারণে তার মুক্তি দাবি করি।’

খালেদা জিয়ার মুক্তির জন্য সারা দেশে শিগগিরই নতুন আন্দোলন ছড়িয়ে পড়বে, এ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সেই আন্দোলনের জনস্রোত কোনো স্বৈরাচারী সরকার ঠেকাতে পারবে না।

তিনি বলেন, ‘সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে। বিশ্বের যেখানে গণতন্ত্র আছে, সেখানে মানুষ হয়রানি নিপীড়ন হয় না। আজকে লাখো মানুষের জীবন ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে আমরা অধিকারবঞ্চিত। আসলে ক্ষমতাসীনেরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এজন্য জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। তারা পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

নজরুল ইসলাম খান বলেন, ‘হাজার হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে। খুনের আসামিকে মাফ করা হয়েছে। দুর্নীতির মামলায় নাজমুল হুদা জামিন পেলেন আর খালেদা জিয়াকে কারাবন্দি রাখা হলো! আমরা তার মুক্তির আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব মানুষ রাজপথে নেমে আসলে সরকার ঠেকাতে পারবে না।’

মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে আমরা মুক্ত করব। কিন্তু সরকার তার মুক্তি নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে। বিএনপি শপথও নেবে না, প্যারোলও নেবে না। আমারা জনগণকে সাথে নিয়েই বিজয়ী হতে চাই।’

জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।



রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়