ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘সংসদে যাওয়ার সঙ্গে দণ্ডপ্রাপ্তের জামিনের সম্পর্ক নেই’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সংসদে যাওয়ার সঙ্গে দণ্ডপ্রাপ্তের জামিনের সম্পর্ক নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির সংসদ সদস্যদের সংসদে যাওয়া না যাওয়া কোনো দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তি বা জামিনের সঙ্গে সম্পর্কিত হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘নির্বাচিত একজন সংসদ সদস্যের নৈতিক দায়িত্ব হচ্ছে সংসদে যাওয়া।  আমি মনে করি যারা বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে এই জাতীয় সংসদে শপথ নেওয়া না নেওয়ার দরকষাকষি করছেন, এটা একটা বাজে দৃষ্টান্ত হয়ে বাংলাদেশে থাকবে।  এই ধরনের রাজনীতি বাংলাদেশের জনগণের জন্য কাম্য নয়।’

তিনি বলেন, ‘আমাদের কারাবিধানে একেবারে সুনির্দিষ্টভাবে আছে, যদি কোনো দণ্ডপ্রাপ্ত কয়েদির কোনো নিকটস্থ স্বজন ইন্তেকাল করেন তবে তার শেষকৃত্যের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।  আর যদি কোনো দণ্ডপ্রাপ্ত আসামি গুরুতর অসুস্থ হন এবং সেই অসুস্থতার চিকিৎসায় দেশের বাইরে নেওয়ার প্রয়োজন হয়, তখন সেই ক্ষেত্রে প্যারোলের আবেদন বিবেচিত হয়।’

বেগম জিয়ার পক্ষ থেকে প্যারোলে মুক্তির বিষয়ে এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়নি বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

হানিফ বলেন, ‘যে ভোটাররা তাকে ভোট দিয়েছেন সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে তাকে সংসদে যাওয়া উচিত।  সেই ভোটারদের পক্ষে কথা বলা, সেই ভোটারদের এলাকার উন্নয়নের জন্য, এলাকার সমস্যা দূর করার জন্য এবং জাতীয় পর্যায়ে আইন প্রণয়নের ক্ষেত্রেও ভূমিকার জন্যই কিন্তু তাকে ভোটাররা ভোট দিয়েছেন।  নিশ্চয়ই কোনো ভোটাররা কোনো দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তির জন্য তাকে ভোট দেয়নি।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ,  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়