ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

প্রাথমিকের শিক্ষকের প্রথম বছর দুর্গম এলাকায় পদায়নের সুপারিশ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাথমিকের শিক্ষকের প্রথম বছর দুর্গম এলাকায় পদায়নের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে রোববার জাতীয় সংসদ ভবনে বৈঠক হয়। কমিটির সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন;  ইসমাত আরা সাদেক; মেহের আফরোজ; আলী আজম; মো. নজরুল ইসলাম বাবু;  শিরীন আখতার; মো. জোয়াহেরুল ইসলাম; ফেরদৌসী ইসলাম এবং মো. মোশারফ হোসেন বৈঠকে অংশ নেন।

কমিটি চরাঞ্চল, পাহাড়ি, হাওর ও দুর্গম এলাকায় চাকরি জীবনের শুরুতে শিক্ষকদের কমপক্ষে এক বছরের জন্য পদায়নের সুপারিশ করে। 

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘মুজিব বর্ষ’ উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপানুষ্ঠনিক শিক্ষা ব্যুরোর বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৯/আসাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়