ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আমার এখতিয়ার নেই’

নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমার এখতিয়ার নেই’

সচিবালয় প্রতিবেদক : ‘রাষ্ট্রপতির মতামতের পর রাষ্ট্রের আইনমন্ত্রী হিসেবে আমার বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই।’

 

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের বিষয়ে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

 

রোববার নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি।

 

ট্রাইব্যুনাল সরানোর প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। বর্তমান ট্রাইব্যুনাল ভবনের নির্মাণ কাজ শেষ হলে এটা জাদুঘর করা হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়