ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজউকের প্রাক্তন সহকারী পরিচালক গ্রেপ্তার

এম এ রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজউকের প্রাক্তন সহকারী পরিচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী  উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রাক্তন সহকারী পরিচালক (আইন) ইকবাল পারভেজকে  গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করেন দুদকের পরিচালক নাসির উদ্দিন । দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

 

ইকবাল পারভেজের বিরুদ্ধে রোববার রাজধানীর ওয়ারী থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়।

 

এ বিষয়ে দুদক সূত্রে জানা যায়,  দুদকের অনুসন্ধানে ইকবাল পারভেজের ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার ৬০২ টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ অভিযোগে দুদক মামলা দায়ের করে। তদন্তে আরো অবৈধ সম্পদ বেরিয়ে আসবে বলে অনুমান করছেন দুদক কর্মকর্তারা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ ডিসেম্বর ২০১৬/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়