ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবেনই ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবেনই ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তের মধ্যে দেয়াল নির্মাণ হবেই বলে জানিয়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক টুইটার বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন ট্রাম্প। এর মধ্যে দেয়াল তোলার ঘোষণা ছাড়াও মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাতটি মুসলিম দেশ থেকে বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে আসার বিধিনিষেধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সিএনএন জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুরে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর পরিদর্শনকালে ট্রাম্প দেয়াল তোলার নির্বাহী আদেশে সই করবেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার টুইটে ট্রাম্প নিজেই বলেছেন, ‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে আগামীকাল হবে একটি বিশাল দিন। আরও অনেক কিছুর মধ্যে আমরা দেয়াল তুলবোই।’

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর ঢল ঠেকাতে দুই হাজার মাইল দীর্ঘ মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। দেয়াল তৈরির খরচ মেক্সিকোই দেবে বলে জানিয়েছিলেন তিনি। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, তারা এ খরচ দেবেন না।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়