ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৫, ১১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু

আগত লালন ভক্তরা

কুষ্টিয়া প্রতিনিধি : ‘আর কি হবে এমন জনম’এই স্লোগানকে সামনে রেখে বাউল সম্রাট ফকির লালন শাহ-এর আঁখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব।

শনিবার সকালে গোষ্ঠগানের মধ্য দিয়ে বাউল সাধুদের সাধন ভজন শুরু হয়। সন্ধ্যায় লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

সাঁইজির জীবদ্দশায় পালিত এই রীতি অনুসারে শনিবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে ২৪ ঘণ্টার দোলসঙ্গ। এরপর রাতভর চলবে নানা আচার অনুষ্ঠান।

শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফারুক হোসেন। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা। প্রধান আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী।

দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ এমপি। প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট লালন গবেষক এ্যাড. লালিম হক।

তৃতীয় দিন প্রধান অতিথি থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ আসকারী। বিশেষ অতিথি থাকবেন- কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী। প্রধান আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যপক প্রফেসর ড. সরোয়ার মুর্শেদ।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১১ মার্চ ২০১৭/কাঞ্চন কুমার/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়