ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝোড়ো সেঞ্চুরিতে শাইমানের রেকর্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ১৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝোড়ো সেঞ্চুরিতে শাইমানের রেকর্ড

সংযুক্ত আরব আমিরাতের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন শাইমান আনোয়ার (ফাইল ছবি)

ক্রীড়া ডেস্ক : আবুধাবিতে ব্যাট হাতে ঝড় তুললেন শাইমান আনোয়ার। ডানহাতি ব্যাটসম্যান মাত্র ৬৮ বলে খেললেন অপরাজিত ১১৭ রানের দুর্দান্ত ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা সংযুক্ত আরব আমিরাতের প্রথম ব্যাটসম্যান তিনিই।

শুক্রবার আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে শাইমানের সেঞ্চুরিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে আরব আমিরাত। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজও জিতেছে স্বাগতিকরা। মজার ব্যাপার, শেষ ম্যাচটিও হবে একই দিনেই!

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল আরব আমিরাত। তবে তিনে নামা শাইমানের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তৃতীয় উইকেটে মোহাম্মদ কাশিমের (১৩) সঙ্গে ৬২ রানের জুটিতে দলকে এগিয়ে নেন শাইমান।

কাশিমের বিদায়ের পর পাপুপা নিউগিনির বোলারদের ওপর আরো চড়াও হন শাইমান। তাতে প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৭৭ রান তোলা আমিরাত শেষ ১০ ওভারে বিনা উইকেটে তোলে ১০৩ রান! চতুর্থ উইকেটে রামিজ শাহজাদের সঙ্গে অবিচ্ছিন্ন ১০৯ রানের জুটি গড়ার পথে ৬০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শাইমান। আমিরাত ২০ ওভারে ৩ উইকেটে তোলে ১৮০ রান।

৬৮ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১১৭ রানের দুর্দান্ত ইনিংসটি সাজান শাইমান। আরব আমিরাতের হয়ে এর আগে সর্বোচ্চ ৭৭ রান ছিল রোহান মুস্তাফার, ২০১৬ এশিয়া কাপ বাছাইপর্বে ফতুল্লায় আফগানিস্তানের বিপক্ষে। ৩০ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন শাহজাদ।

জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৫০ রানের বেশি করতে পারেনি পাপুয়া নিউগিনি। সর্বোচ্চ ৩৮ রান করেন জ্যাক ভারে। আমিরাতের আমজাদ জাভেদ ও মোহাম্মদ নাভিদ নেন ৩টি করে উইকেট।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়