ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শরণখোলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনসাধারণ

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ১৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরণখোলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনসাধারণ

বাগেরহাট প্রতিনিধি : দিন দিন পল্লী বিদ্যুতের লোডশেডিং অসহনীয় হয়ে উঠেছে। অতিষ্ঠ হয়ে উঠেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার জনসাধারণ।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন আচরণের ফলে ক্ষোভে ফুঁসে উঠেছে এ অঞ্চলের মানুষ। প্রচণ্ড দাবদাহের কারণে উপজেলাবাসী যখন নাকাল হয়ে উঠেছে, ঠিক তখনই প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং অব্যাহত রেখেছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কর্তা ব্যক্তিরা।

অতিষ্ঠ গ্রাহক ও স্থানীয় রায়েন্দা বাজারের বাসিন্দারা লোডশেডিংয়ের বিরুদ্ধে রোববার রাতে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেন। এ সময় বক্তারা আসন্ন মাহে রমজানকে সামনে রেখে বিদ্যুৎ সরবারহের উন্নতির জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

স্থানীয় এক সমাজ সেবক বলেন, পল্লী বিদ্যুতের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচরীদের যোগ সাজোশে উপজেলা জুড়ে অবৈধ সংযোগসহ ব্যাটারি চালিত ইজিবাইক ও ভ্যান রিকশায় চোরাই বিদ্যুতের মাধ্যমের চার্জ করায় বিদ্যুতের ব্যাপক ঘাটতি দেখা দিচ্ছে। যার ফলে দিন রাত মিলিয়ে দৈনিক ৮/১০ ঘণ্টা বিদ্যুৎ বঞ্চিত থাকছে উপজেলার প্রায় ২ লাখ মানুষ।

পল্লী বিদ্যুৎ শরণখোলা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ বিশ্বাস নিউটন বলেন, সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে জাতীয় গ্রিডের বিপর্যয় ঘটায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ গ্রাহকদের মাঝে নিশ্চিত করা যাচ্ছে না। এ ছাড়া চাহিদার তুলনায় সরবারহ কম থাকায় আরো কিছু দিন লোডশেডিং অব্যাহত থাকবে।




রাইজিংবিডি/বাগেরহাট/১৫ মে ২০১৭/আলী আকবর টুটুল/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়